সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০১৭ ১০:৪১

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ১৪ পুলিশ প্রত্যাহার

চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জে ১৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার ককে নেয়া হয়েছে।

জেলার পুলিশ সুপার মঈনুল হক জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের স্পেশাল গোয়েন্দা দলের প্রতিবেদনের ভিত্তিতে সোনারগাঁ থানা ও বন্দর থানার ধামঘর ফাঁড়ির পাঁচ এসআই ও নয় কনস্টেবলের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রত্যাহারকৃতরা হলেন - সোনারগাঁ থানার এসআই মারুফুর রহমান, দিদারুল আলম, নাজমুল আলম, জহিরুল ইসলাম ও ধামঘর পুলিশ ফাঁড়ির এসআই মাজহারুল ইসলাম।

এছাড়া সোনারগাঁও থানার নয় কনস্টেবলের বিরুদ্ধের বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় তাদের প্রত্যাহার করা হয়েছে।

এদের  কারও কারও  বিরুদ্ধে মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারি থেকে টাকা নেওয়ার অভিযোগ, আবার কারও বিরুদ্ধে মাদক দিয়ে ফাঁসানো ও জমি দখলে সহায়তার অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় ভুক্তভোগীরা পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পর্যায়ে অসংখ্য অভিযোগ দিয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তারা।   

আপনার মন্তব্য

আলোচিত