সিলেটটুডে ডেস্ক

০৫ জুলাই, ২০১৭ ০৯:৪৯

গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

রাজধানীর গেণ্ডারিয়ায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন।

বুধবার (৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢালকানগর ৫৭/বি নম্বর টিনশেট বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

অগ্নিদগ্ধরা হলেন আলেয়া বেগম (৬৫), মেয়ে শাহীদা বেগম (৩০), জামাতা শরিফুল ইসলাস (৩৫), নাতনি শরিফা (১৩), নাতি শুভ (৮), আরেক মেয়ে শাহনাজ (৩৫) ও জামাতা আলী আকবর (৫০)। দগ্ধ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে অবস্থানরত এক প্রতিবেশী জানান, ভোরে ওই টিনশেট বাসায় সবাই ঘুমিয়ে ছিলেন। দুই রুমের ওই বাসায় গ্যাসের পাইপলাইন লাগানো ছিল। গ্যাসলাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে তাঁরা সবাই দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছেন। ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে ঢামেকে নিয়ে এসেছেন।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, বিস্ফোরণে আলেয়ার ৩৩ শতাংশ, শাহীদার ২৫, শরিফুলের ৪৫, শরিফার ২, শুভর ৮, শাহনাজের ৩৫ ও আকবরের শরীরে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁরা সবাই চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত