সিলেটটুডে ডেস্ক

০৫ জুলাই, ২০১৭ ১২:১৬

নজরুল গবেষক রাজীব হুমায়ুন মারা গেছেন

বিশিষ্ট ভাষাবিদ, নজরুল গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. রাজীব হুমায়ুন মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

বুধবার বাদ আসর মিরপুর-২ এর পূর্ব মণিপুরে মরহুমের বাসভবন সংলগ্ন মসজিদে তার নামাজে জানাযা সম্পন্ন হবে। রিপোর্ট চ্যানেল আই অনলাইন।

১৯৫০ সালে সন্দ্বীপে জন্ম নেওয়া হুমায়ুন ভাষাবিজ্ঞানে পিএইচডি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগ দেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এবং ভাষাবিজ্ঞানের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সনও ছিলেন তিনি।

যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর হাতে নির্যাতনে নিহত কিশোর মুক্তিযোদ্ধা জসিমের বড় ভাই রাজীব হুমায়ুন। তিনি মীর কাসেমের মামলার অন্যতম সাক্ষী ছিলেন।

১৯৭৮ সাল থেকে উদীচীর প্রেসিডেন্ট হন তিনি। ঢাবির সিনেট ও নীল দলেরও সদস্য ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত