বেনাপোল প্রতিনিধি

০৫ জুলাই, ২০১৭ ২১:২৪

বেনাপোলে বাস কাভার্ডভ্যান সংঘর্ষ

বেনাপোল-যশোর মহাসড়কের কাগজপুকুর নামক স্থানে বেনাপোলমুখি কোয়াকাটা এক্সপ্রেস নামে একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে দুটি গাড়ি উল্টিয়ে জামাল ও ভোলা নামে দুইজন গাড়ির হেলপার ও ফোরম্যান মারাত্মক আহত হয়েছেন।

বুধবার ( জুলাই) বেলা ৪ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উভয়ের বাড়ি পটুয়াখালির কলাপাড়া থানা এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে বেনাপোলমুখি ঢাকা মেট্রো "ব" ১৫-১৭৩৩ নং গাড়িটি কাগজপুকুর এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো ট- ২০-১৩৬৪ নং কাভার্ড ভ্যানটিকে সজোরে পিছনের দিক থেকে ধাক্কা দিলে গাড়ি দুটি ঘটনাস্থলে উল্টে পাশের সোমিলের কাঠের উপর পড়ে যায়। তবে পরিবহন গাড়িতে ড্রাইভার, হেলপার ফোরম্যান ও সুপারভাইজার ছাড়া কোন যাত্রী ছিল না।

বেনাপোল ফায়ারসার্ভিসের মিজানুর রহমান জানান, হেলপার জামালের অবস্থা আশঙ্কাজনক। তাকে নাভারন বুরুজবাগান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত