বেনাপোল প্রতিনিধি

০৮ জুলাই, ২০১৭ ১৬:৩২

শার্শায় বিপুল পরিমাণ ভারতীয় জর্দা ও বাজি উদ্ধার

যশোরের শার্শা উপজেলার নাভারণ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জর্দা ও বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ কোন চোরাচালানকারীকে আটক করতে পারিনি বিজিবি।

শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় বাজি ও জর্দা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির বেনাপোল আইসিসি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে চোরাচালানকারীরা বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও জর্দা এনে নাভারণ রেলস্টেশন এলাকার বস্তি পাড়ায় মজুদ করছে রেলে করে যশোর নিয়ে যাবে বলে। এরপর চোরাচালানকারীদের ধরতে এবং মালামাল উদ্ধার করতে বিজিবির নায়েক আব্দুর রহমান ও সৈনিক নজরুল ইসলাম সেখানে অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ২০ কার্টুন ভর্তি ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় বাজি ও জর্দা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পণ্য বেনাপোল কাস্টমসে জমা করা হবে বলে জানান সুবেদার আব্দুল ওয়াহাব।

আপনার মন্তব্য

আলোচিত