বেনাপোল প্রতিনিধি

১১ জুলাই, ২০১৭ ১৩:৩৮

পেট্রাপোল কাস্টমসে ২০ স্বর্ণের বারসহ বাংলাদেশি আটক

ভারতের পেট্রাপোল কাস্টমসে ২০‌ পিস স্বর্ণের বারসহ আবু সালাম নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে পেট্রাপোল কাস্টমস সদস্যরা তাকে আটক করে।

আটক স্বর্ণপাচারকারী সালাম মুন্সীগঞ্জ জেলার আব্দুল হামিদের ছেলে।

ভারতের পেট্রাপোল কাস্টমস সূত্রে জানা যায়, সালাম বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস পার হয়ে ভারতের পেট্রাপোল কাস্টমসে পৌঁছালে তার আচরণ সন্দেহজনক হওয়ায় কাস্টমস কর্মকর্তারা তার শরীর তল্লাশির এক পর্যায়ে জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম ও বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার তাহমিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত