বেনাপোল প্রতিনিধি

১৩ জুলাই, ২০১৭ ১৬:৪৬

বেনাপোলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময়

বেনাপোল কাস্টমস হাউজের অফিসার্স ক্লাবে সর্বস্তরের স্টক হোল্ডারদের সাথে বেনাপোল স্থলবন্দর এবং কাস্টমস হাউস, বেনাপোলের অবকাঠামো উন্নয়ন ও রাজস্ব আহরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ১২টায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বেনাপোল কাস্টমস কমিশনার মো. শওকাত হোসেন, বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুর রউফ, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, ৪৯ বিজিবি সিও আরিফুর রহমান, বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লতা, ভারত বাংলাদেশ ল্যান্ড পোর্ট চেম্বার অব কমার্সের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল পোর্ট থানা ওসি (তদন্ত ) শামিম আহম্মেদ, বেনাপোল ইমিগ্রেশন ওসি (তদন্ত) সোনিয়া আক্তার প্রমুখ।

আলোচনা ও মতবিনিময় সভায় বেনাপোল স্থল বন্দরের জায়গা সংকটের কারণে পণ্য জট, যানজট সহ বিভিন্ন বিষয় সুবিধা অসুবিধা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

বেনাপোলের ভয়াবহ যানজট ও জায়গা সংকটের বিষয় নিয়ে সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বলেন, বন্দরের আওতায় যে ২০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে সেখানে দ্রুত মাটি ফেলে ইটের হেরিং বুনে দিলে আপাতত যানজট ও পণ্য জটের কিছুটা নিরসন হতো।

তিনি আরো বলেন, ভারত থেকে আমদানিকৃত গাড়ি এনে রাস্তার ড্রেনে রেল লাইনের খাদে রেখে দেওয়ার ফলে গাড়ির বিভিন্ন অংশ চুরি হওয়ার আশংকা থেকে যায়। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুল হক আশ্বস্ত করেন।

আলোচনা সভা শে‌ষে তি‌নি বেনা‌পোল স্থলবন্দর ও চেক‌পোস্ট ইমি‌গ্রেশন ঘু‌রে দে‌খেন।

আপনার মন্তব্য

আলোচিত