বেনাপোল প্রতিনিধি

১৫ জুলাই, ২০১৭ ১৫:৫৩

বেনাপোলে ১১ পিস স্বর্ণের বার সহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে ভারতে পাচারের সময় ১১ পিস স্বর্ণের বারসহ রুখসানা বেগম (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে।

শ‌নিবার (১৫ জুলাই) সকালে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে। আটক স্বর্ণপাচারকারী রুখসানা ঢাকার মুগদা থানাধীন মানিকনগর এলাকার আবুল হোসেনের মেয়ে।।

শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মোহাম্মাদ আব্দুস সাদিক জানান, তাঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ইন্সপেক্টর মো. মোতালিব হোসেন, সিপাই মো. ইমাম হোসেন জাহাঙ্গীর হোসেন ইমিগ্রেশন এলাকা থেকে ভারতে যাওয়ার সময় তাকে আটক করে নিয়ে আসে। তারপর তার শরীর তল্লাশি করে তার কোমরে বিশেষ কায়দায় লুকা‌নো ১১ পিস (২ কেজি ৭৫০গ্রাম) বিদেশী স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লক্ষ টাকা বলে তিনি জানান।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার বেনাপোল কাস্টমসে জমা হবে এবং আটক স্বর্ণপাচারকারী রুখসানাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত