বেনাপোল প্রতিনিধি

২৪ জুলাই, ২০১৭ ১১:৫০

শার্শায় ৫ ডাকাত গ্রেপ্তার, বোমা পিস্তল গুলি উদ্ধার

যশোরের শার্শায় রোববার ভোর রাত হতে দিনভর অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। এসময় ২টি তাজা বোমা, ২টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৩টি রামদা, ৪টি মোবাইল ও ৩টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বনমান্দার গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে আলী হোসেন (৪২), ঝিকরগাছা উপজেলার বল্লাহ গ্রামের মৃত আ. মালেকের ছেলে সোহেল রানা (২৭), মৃত হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২০), সাহেব আলীর ছেলে হৃদয় হোসেন টগর (২২) ও আয়ুব আলীর ছেলে ফারুক হোসেন (২২)।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, উপজেলার নিজামপুর ইউনিয়নের কানাই নগরে শনিবার রাতে প্রবাসী জাহাঙ্গীর আলমের বাড়ীর কলাপসিবল গেটের তালা ভেঙে ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে নগদ ১লাখ টাকা, ১ জোড়া চুড়ি, ১ জোড়া দুল ও ১টি চেইনসহ মোট দেড় ভরি স্বর্ণ, ১টি ট্যাব, ৪টি উন্নতমানের মোবাইল, ৩টি পাসপোর্ট ও ৫টি জমির দলিল সহ লুণ্ঠন করে নিয়ে যায়। লুন্ঠনকৃত মালামালের মূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা হবে।

জাহাঙ্গীর আলমের স্ত্রী আমিরুন নেছা বাদী হয়ে ঐরাতেই শার্শা থানায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় রোববার দিন হতে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে ধরতে সক্ষম হই। আসামীদের স্বীকারোক্তি মোতাবেক ২টি বোমা, ২টি পিস্তল, ২টি গুলি, ২টি গাছিদা, ১টি ছুরি, ৪টি মোবাইল ও ৩টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত