বেনাপোল প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৪২

বেনাপোলে ৪ কোটি টাকা মূল্যের ক্রেন উদ্বোধন

স্থল বন্দর বেনাপোলের পন্যজট কমানোর জন্য আরও একটি জার্মান থেকে আমদানি করা ক্রেন উদ্বোধন করলেন বেনাপোল স্থল বন্দরের সহকারি পরিচালক আমিনুল ইসলাম।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেনাপোল রফতানি টার্মিনালে নতুন এ ক্রেনটি প্রধান অতিথি হিসাবে বন্দরের সহকারি পরিচালক উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক রেজাউল ইসলাম, সহকারি উপ-পরিচালক মেহেদী হাসান, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার প্রমুখ।

বন্দরের ঠিকাদার প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ এর দায়িত্বে নিয়োজিত হাফিজুর রহমান জানান, বৃহৎ এ স্থল বন্দরে মাত্র ৫টি ক্রেন ছিল। তা দিয়ে সব কাজ করা সম্ভব হচ্ছিলো না।
নতুন এ ক্রেনটি সংযোজন করায় পন্যজট যা ছিল তার থেকে আরো কমে আসবে বলে তিনি জানান।

সহকারি পরিচালক আমিনুল ইসলাম জানান, ৩ কো‌টি ৮৬ লাখ টাকার ক্রয়কৃত ক্রেনটি ভারী পণ্য উঠানো ও নামানো যাবে। সেই সাথে আমদানি রফতানি পন্যজট ও কমবে। ফলে ব্যবসায়ীরা ও দ্রুত তাদের মালামাল লোড আনলোড করতে পারবে।

আপনার মন্তব্য

আলোচিত