বেনাপোল প্রতিনিধি:

২৩ অক্টোবর, ২০১৭ ১৫:১৬

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তে ৪০ হাজার টাকা জব্দ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় বাংলাদেশি দুই টাকার নোট ৪০ হাজার টাকা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারী আটক হয়নি।

সোমবার (২৩ অক্টোবর) সকালে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালে বিআরটিসি পরিবহন থেকে এ টাকা জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি টাকার একটি চালান পাচার করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালে বিআরটিসি পরিবহনের (ঢাকা মেট্রো ব, ১১৬৭৭০) অভিযান চালি‌য়ে তার মধ্য একটি বস্তা পাওয়া যায়। পরে ওই বস্তার ভিতর থেকে দুই টাকার নোট ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার শফিউর রহমান  জানান, পাচারকারীরা বিজিবির অভিযানের খবর পেয়ে আগে থেকে পালিয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত