রাবি প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০১৭ ১২:৪০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুয়েট শিক্ষক আহত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর অক্টোর মোড় এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকে হলেন, রুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের শিক্ষক সাকিব যুবায়ের (৪০)।

আহত শিক্ষকের বরাত দিয়ে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, “ওই শিক্ষক রাত সাড়ে ৭টার দিকে নগরীর অক্ট্রোর মোড় এলাকায় তার ভাড়া বাড়িতে ফিরছিলেন। এসময় কয়েকজন ছিনতাইকারী তার বাসার সামনে পথরোধ করে তাঁর কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তিনি বাধা দেওয়ায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মানিব্যাগসহ টাকা, একটি মোবাইল ফোন ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”

“আহত শিক্ষককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন শঙ্কাযুক্ত রয়েছেন বলে জানান শফিকুল ইসলাম জানান।”

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “রুয়েটের এক শিক্ষক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে।”

আপনার মন্তব্য

আলোচিত