সিলেটটুডে ডেস্ক

০৫ নভেম্বর, ২০১৭ ১২:১৭

‘মানস’ লটারির ড্র অনুষ্ঠিত, ৩০ লাখ টাকা ছ ০৪৮৯১১৮ নম্বরের

মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা- মানস লটারি ২০১৭-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে ড্র অনুষ্ঠিত হয় যেখানে প্রথম পুরস্কার বিজয়ীর নম্বর হল- ছ ০৪৮৯১১৮। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন নগদ ৩০ লাখ টাকা কিংবা ১টি ফ্ল্যাট।

অন্য বিজয়ী নম্বরগুলো হল- গ ০৪৩১৭৪১ (দ্বিতীয়), ঞ ০১০৫৮৬৩ (তৃতীয়), খ ০৩০৫৮০১ (চতুর্থ), ক ০৪২৯৭০৯ (পঞ্চম)। এছাড়া ০৩৫৭৬৮২ (ষষ্ঠ) ও ০৩৫৪৬১৫ (৭ম) পুরস্কার দুটি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ ও ঞ অর্থাৎ সকল সিরিজের জন্য প্রযোজ্য।

সর্বমোট ৫০ লাখ টাকার এক হাজার ২৫টি পুরস্কার রয়েছে। এর মধ্যে দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ১টি মোটর গাড়ি কিংবা নগদ ৭ লাখ টাকা, তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ১টি মোটর সাইকেল বা দেড় লাখ টাকা, চতুর্থ বিজয়ী পাবেন নগদ ৫০ হাজার টাকা ও পঞ্চম পুরস্কার বিজয়ী পাবেন নগদ ৩০ হাজার টাকা।

এছাড়া, ছষ্ঠ পুরস্কার হিসেবে ১০ বিজয়ীর প্রতি জনেই পাবেন ৫ হাজার টাকা ও ৭ম পুরস্কার হিসেবে ১০ বিজয়ী প্রতি জনে ২ হাজার করে টাকা পাবেন। ৮ম পুরস্কার থাকবে ১০০০টি। প্রত্যেক বিজয়ী পাবেন ১ হাজার টাকা। এটি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ ও ঞ অর্থাৎ সকল সিরিজের জন্য প্রযোজ্য হবে।

অষ্টম পুরস্কার বিজয়ী নম্বরগুলো হলো: ৮ম পুরস্কার ১০০০টি প্রতিটি নগদ ১ হাজার টাকা (ক, খ, গ,ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ সকল সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য)। ০১৪৮৮৬৯, ০২৫৩৮৯৬, ০১৪৬৪২৪, ০৪০০১২০, ০২৪৬৭৯২, ০১৪৬৫১৮, ০২১৬২৩৫, ০৪৩৫২৯৪, ০১৯৫১৭৯, ০২২৬১০২, ০২২২০৩১, ০১০১০৩১, ০২৯২৯৫৫, ০৪২১২২৫, ০৪৩১৮৭৬, ০১৩৪০৯১, ০২৭৪০১৪, ০১৯১১২৮, ০৩০৪৯৪৬, ০৪২১৩৫৬, .৩৭৩৮৮৬, ০১৪৬৪৯৭, ০২০০৯০১, ০৪৩২৮৯৮, ০২১৯৩৬৯, ০৪১১১২৬, ০২৯১৮১৪, ০৪৩৫৭৯৪, ০২৮৭৮০০, ০৪৭৫৫০৪, ০৪৭৯৩২৭, ০২৬০৮৯৫, ০৪২৩১১৭, ০২৮৩৮৭৮, ০৩৬৪৫৩২, ০৩১৫৫৯৩, ০১২৭৩৪৫, ০৪৯৪১৮৯, ০১৮৮৫২৩, ০৩৪৫৩১৭, ০৪২৩৬৭৩, ০৪৮৫৭৯৩, ০৪৪৬২২০, ০২৬৮৬৬৪, ০২৭৪৩০৯, ০৪৭৯৮১৯, ০৪০৮৮৩৬, ০১৬৬২৬৫, ০৪১৫৩৬৩, ০৩৭১৫৭১, ০২৯০৫৮৫, ০৪৮৫৩৪২, ০২৭০২৮৯, ০৩৮২৪৬৮,০২২০৭৬৯, ০৩৫৭৫৫৫, ০২২২৯৩৭, ০৪৯১৩৫৩, ০৩০৩৮০৭, ০৩৮৭৩০৬, ০৫৬৫১৬০, ০২৬৪৩৪৯, ০২৭৬২২৯০৩৮৪৪০১, ০২৯২১৭৫, ০৩১৬৫৯৫, ০৪৩৮৯৬৪, ০২৯৯৪৪৯, ০৪৬৬৬৭৫, ০১১৩৭৯০, ০৪৬৬৪৬৫, ০১২৯৫৬৬, ০৩৫১৪৩৩, ০১৯৬০৭১, ০১৮৭০০২, ০২৬৬০৭২, ০১১৩৪৭৭, ০৪৫১৩৬৬, ০৪৬৬৭৬১, ০২১৯৬৪২, ০৩১৪৩৪০, ০১৬৭৭৭৪, ০৪৭৮৯১৬, ০২২৪৮৪১, ০৩৪৭৮১৬, ০২০৪২০৫, ০২৪৬৭২৭, ০২৩৩০১৫, ০২৮৩৭৭৩, ০৪৯৬৪২২. ০১৬২৫৯০, ০১৪৭৩৩২, ০১৩৪৮৭৬, ০৩৮৩৩০৬, ০২২৩৫০০, ০২২৯১৩৯, ০১৪২০৭৯, ০৩৩৩১৩১, ০৪৮৬১৫৪, ০৪৪৫৪৬২।

ড্র'র ফল মোবাইল ফোনের মাধ্যমে জানতে এসএমএস করতে হবে MANOS<স্পেস>টিকেটের সিরিজ ও নম্বর পাঠিয়ে দিতে হবে ৬৯৬৯ নম্বরে। আগামী এক মাসের মধ্যে পুরস্কারের জন্য দাবিনামা পেশ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ 'ড্র' কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ, মানস উপদেষ্টা ও কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, নায়ক ইলয়াস কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত