সিলেটটুডে ডেস্ক

০৩ মার্চ, ২০১৮ ২৩:১০

জাফর ইকবালের ওপর হামলার নিন্দায় সিপিবি-জাসদ

কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের উপর হামলা হয়। ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের মাথায় আঘাত করে হামলাকারী।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে সিলেটে বিশিষ্ট শিক্ষাবিদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে একজন শিক্ষাবিদের ওপর এ ধরনের হামলা দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার নাজুক অবস্থাকে তুলে ধরেছে।”

অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

জাফর ইকবালের ওপর হামলাকে ‘কাপুরষোচিত’ উল্লেখ করে এর নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ।

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের এক যুক্ত বিবৃতিতে বলা হয়, “সাম্প্রদায়িকতা ও একাত্তরের ঘাতকের বিরুদ্ধে সোচ্চার ড. জাফর ইকবালের কণ্ঠকে থামিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। সরকারকে অবিলম্বে হামলাকারী ও তাদের নেপথ্য কুশীলবদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনার জোর দাবী জানাই।”

আপনার মন্তব্য

আলোচিত