বেনাপোল প্রতিনিধি

১০ মার্চ, ২০১৮ ১২:৪৭

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরলো ২ বোনের প্রাণ

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্রী দুই বোন নিহত হয়েছে, আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। শনিবার (১০ মার্চ) সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফাতেমা খাতুন (১২) বাগআঁচড়া বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং উপজেলার বাগুড়ি গ্রামের আলমগির হোসেনের মেয়ে। জেরিন (১১) একই বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে। তারা সম্পর্কে মামাত ও ফুফাতো বোন। গুরুতর আহত ফাতেমার পিতা আলমগির হোসেন (৪৫) বাগআঁচড়া কলেজের প্রভাষক। তাকে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক লিটন মিয়া জানান, ‘আলমগির মোটরসাইকেলে করে তার মেয়ে ও ভাগ্নিকে নিয়ে প্রতিদিনের মতো শনিবারও স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এসময় বালু বোঝাই একটি ট্রাক (যশোর-ট ১১-৪১৫৩)  নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই স্কুলছাত্রী দুই বোন মারা যায়। লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।’

দুর্ঘটনার খবর শুনে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শার্শা বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, ‘ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালককে আটক করতে পারিনি। দুই স্কুল ছাত্রী নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

আপনার মন্তব্য

আলোচিত