সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:১৮

হেলমেট ছাড়া মিলবে না পেট্রোল

পুলিশের আহ্বানে সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে রংপুরের পেট্রোল পাম্প মালিকরা হেলমেট ছাড়া বাইকারদের কাছে তেল বিক্রি না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।  

শনিবার (১ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে রংপুর জেলা পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন ও জেলা পুলিশের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এতে মোটরসাইকেল শোরুমে বিক্রির সময় ক্রেতার কাছে বাধ্যতামূলক হেলমেট বিক্রি, প্রতিটি পেট্রোল পাম্পে নিরাপত্তার জন্য পুলিশ সদস্য রাখা, পাম্পগুলোতে সচেতনতামূলক ব্যানার প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও রোববার (২ সেপ্টেম্বর) পেট্রোল পাম্পের বাইরে খোলাবাজারে ডিজেল, পেট্রোল বিক্রির বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়।

যৌথসভায় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ, আবু মারুফ হোসেন, ট্রাফিক পুলিশের ইনচার্জ খান মো. মিজানুর রহমান ফাহামি, পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার টিটু, সহ-সভাপতি আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরউস সামস, রিয়াজ শহীদ, মঞ্জুর আলম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (২৯ আগস্ট) দুপুরে রংপুর জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ পাম্প মালিকদের হেলমেট ছাড়া বাইকারদের কাছে জ্বালানি বিক্রি না করার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার (৩০ আগস্ট) থেকে হেলমেটবিহীন বাইকারদের কাছে তেল বিক্রি বন্ধ শুরু করেন। শনিবার যৌথসভায় তা চূড়ান্ত রূপ পেলো।

আপনার মন্তব্য

আলোচিত