Advertise

সিলেটটুডে ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৯ ১৭:২৮

নির্মাণাধীন দেয়াল চাপায় ২ শিশুর মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলায় নির্মাণাধীন ইটের দেয়াল ভেঙে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হল- উপজেলার গঙ্গাবরকান্দি গ্রামের ইমরুল হক বাবলুর মেয়ে লিজা (৩) ও প্রতিবেশী মশিউর রহমানের মেয়ে মরিয়ম (৩)।

কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ বলেন, গঙ্গাবরকান্দি গ্রামের ফজলুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে ইটের দেয়াল নির্মাণ করা হচ্ছিল। সোমবার বিকালে তার পাশে খেলছিল শিশু দুটি। হঠাৎ দেয়াল ভেঙে পড়লে তারা তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি আরও বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

আপনার মন্তব্য

আলোচিত