বেনাপোল প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০১৯ ২০:২৫

বেনাপোল সীমান্তে ভারতীয় যুবক আটক, বাংলাদেশি টাকা উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫ লাখ বাংলাদেশি টাকাসহ জাকিরুল গাজী (২৯) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৯ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের চেকপোস্ট আমদানি-রপ্তানি গেট থেকে তাকে আটক করা হয়। বিজিবি বলছে উদ্ধারকৃত টাকা হুন্ডির কাজে ব্যবহৃত।

আটক জাকিরুল গাজী ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর জয়পুর এলাকার শামসুর রহমান গাজীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোল চেকপোস্টের আমদানি-রপ্তানি গেট এলাকা থেকে ভারতীয় যুবক জাকিরুল গাজীকে আটক করা হয়। পরে ক্যাম্পে এনে তার দেহ তল্লাশি করে বাংলাদেশি ৫ লাখ হুন্ডির টাকা উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, আটককৃত টাকাসহ ভারতীয় নাগরিককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত