সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০১৯ ১০:৫৮

যাত্রাবাড়ীতে পানির ট্যাংকে শিশুর লাশ

ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকার পূর্ব ধোলাইপাড়ের একটি বাসার পানির ট্যাংকের ভেতর থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকাল থেকে নিখোঁজ ছিল শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় ওই ছয়তলা বাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ফারজানা (৫) নামে শিশুটি দুর্ঘটনাবশত ট্যাংকে পড়ে গেছে, না কি কেউ তাকে হত্যা করেছে, তা তদন্ত করছে পুলিশ।

যে বাড়ির (৬৬১, পূর্ব ধোলাইপাড়) ট্যাংকে লাশ পাওয়া গেছে, তার সামনের টিনশেড ঘরে বাবা-মা’র সঙ্গে থাকত ফারজানা।

ঘটনার পর ওই বাড়ির দারোয়ান পলাতক বলে স্থানীয়রা জানায়।

শিশুটির চাচা মো. রুবেল সাংবাদিকদের বলেন, ফারজানার পেটে কোনো পানি ছিল না, পানিতে পড়লে তো পেট ফুলে যাওয়ার কথা। এ রকম কিছুই হয়নি। কেউ তাকে মেরে পানির ট্যাংকিতে ফেলে দিতে পারে।

যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শিশুটিকে কেউ মেরে ফেলে দিয়েছে, না খেলতে গিয়ে পড়ে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

শিশুটির বাবার নাম মো. সোহেল বাসচালক, মুন্সিগঞ্জের টংঙ্গীবাড়ীতে তাদের বাড়ি। তার দুই মেয়ের মধ্যে ফারজানা ছোট।

আপনার মন্তব্য

আলোচিত