সিলেটটুডে ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২০ ১১:৫৪

১৩৭ কেজি ওজনের কৈবল মাছ লাখ টাকায় বিক্রি

খুলনার বাজারে ১৩৭ কেজি ওজনের সামুদ্রিক কৈবল মাছ বিক্রি করা হয়েছে ১ লাখ ৫ হাজার টাকায়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপসা পাইকারি মাছ বাজারে দেখা মেলে দানবাকৃতির মাছটির। এত বড় মাছের কথা শোনার পর পরই বাজারে অন্যদিনের তুলনায় মানুষের আনাগোনা বেড়ে যায়।

বাজার কমিটির নির্বাহী পরিচালক মো. রমজান আলী হাওলাদার জানান, প্রথমে মাছটির দাম উঠেছিল ৬০ হাজার টাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

তিনি জানান, মাছটি এসেছিল সোহান ফিস নামে একটি আড়তে। কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে। আর উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। মানুষ মাছটিকে ক্যামেরাবন্দি করতে ভুল করেননি।

সমুদ্র থেকে বিশাল এই কৈবল মাছটি ধরেছেন সাতক্ষীরার মৎস্যজীবী গোবিন্দ সরকার। তিনি জানান, গত সপ্তাহে গভীর সমুদ্রে “বেন্টি” জালে মাছটি ধরা পড়ে। এর আগে এতো বড় কৈবল মাছ দেখেননি বলেও জানান তিনি।

সর্বোচ্চ দর দিয়ে মাছটির ক্রেতা মো. রমজান আলী হাওলাদার জানান, মাছটি ৫০ জন মিলে কেনার পর বাজার থেকেই কেটে ভাগ করে নিয়েছি।


আপনার মন্তব্য

আলোচিত