সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০২০ ১৮:৫৫

সারাদেশে প্রায় ৩ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

সর্বশেষ তথ্য অনুযায়ী সারাদেশে দুই হাজার ৮৯৫ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশেই করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ২২৫ জন পুলিশ সদস্য।

ডিএমপি সূত্র জানায়, বুধবার (২০ মে) সকাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের এক হাজার ২২৫ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন আটজন সদস্য।

সর্বশেষ গত সোমবার (১৮ মে) মারা যান পুলিশের সাব-ইন্সপেক্টর মুজিবুর রহমান তালুকদার (৫৬)। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে ঢাকার বাইরে প্রথম গত শনিবার (১৬ মে) চট্টগ্রাম নগর পুলিশের সদস্য কনস্টেবল মো. নঈমুল হক (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। সব মিলিয়ে ৯ জন পুলিশ সদস্য করোনায় প্রাণ হারিয়েছেন।

এদিকে বুধবার  (২০ মে) সকাল পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৯৫ জন পুলিশ সদস্য। কোয়ারেন্টিনে আছেন তিন হাজার ৫১৮ জন। আইসোলোশনে আছেন এক হাজার ২৫৬ জন পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৬৬ জন।

আপনার মন্তব্য

আলোচিত