নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২০ ০২:০৭

শাবিতে প্রথমদিনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বুধবার থেকে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। প্রথমদিনের পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার প্রথমদিনে শাবিপ্রবি'র পিসিআর ল্যাবে সিলেট সদর উপজেলার ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ফলে শনাক্ত হওয়া ২৩ জনই সদর উপজেলার।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার থেকে এই ল্যাবে শুধুমাত্র সুনামগঞ্জ জেলার সংগৃহীত নমুনা পরীক্ষা করা হবে।

এদিকে একই দিনে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২২ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ২১ জন সিলেট জেলার ও ১ জন মৌলভীবাজার জেলার বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়।

বিজ্ঞাপন



শাবিতে ২৩ জনের শনাক্তের সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৯৪ জনে।

এরআগে বুধবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান ডা. শামসুল হক প্রধান সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, ‘আমরা আজ প্রথমবারের মতো ৯১টি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে এর যাত্রা শুরু করেছি। ল্যাবে স্থাপনকৃত পিসিআর মেশিনে  সিঙ্গেল সাইকেলে প্রতিদিন ৯৪টি নমুনা শনাক্ত করা যাবে, যাতে ১ ঘণ্টা ৪০ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। একইভাবে ডাবল সাইকেলে করলে প্রায় ১৮৮টি নমুনা শনাক্ত করা সম্ভব হবে।’

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগে স্থাপিত ল্যাবে কাজ করতে সহযোগিতা করছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষকরাও (বিএমবি)।

আপনার মন্তব্য

আলোচিত