জুড়ী প্রতিনিধি

২১ মে, ২০২০ ১৫:৫৭

জুড়ীর আরও একজনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের জুড়ীতে আরও একজন করোনা শনাক্ত হয়েছে। তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে গত ১৬ মে শনিবার থেকে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২১ মে) তার করোনা রিপোর্ট পজিটিভ বলে ডাক্তাররা পরিবারকে জানিয়েছেন।

বিজ্ঞাপন

তবে তাকে আইসোলেশনে নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তার সাথে থাকা পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক।

পরিবার সূত্রে জানা যায়, গত ১১ মে জুড়ীর জালালপুর গ্রামের বাসিন্দা (৩৬) কিডনিজনিত সমস্যায় রাগীব আলী হাসপাতালে ভর্তি হন। এরপরও সেখান থেকে গত ১৬ মে তাকে করোনা চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। আজ ৫ দিন পর তার রিপোর্টে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

রোগীর সাথে থাকা ভাতিজা আব্দুর রাজ্জাক (২৪) বলেন, আমাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে চাচার করোনা পজিটিভ। গতকাল বুধবার উনাকে ডায়ালাইসিস দেওয়া হয়েছে। আমরা পিপিই পড়েছি। তিনিও আমাদের সাথে আছেন।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, আমি শুনেছি জুড়ীর রোগী সিলেটে ভর্তি আছেন এবং করোনা পজিটিভ।

এর আগে জুড়ী থানার দুই কনস্টেবল, বাবুর্চিসহ মোট ৫ জন করোনা আক্রান্ত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত