Advertise

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২০ ২২:৪০

সিলেটে আরও ১৮ জনের করোনা শনাক্ত

সিলেটে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাদের সকলেই সিলেটে জেলার বিভিন্ন উপজেলার।

শনিবার (২৩) রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়।

বিজ্ঞাপন

তিনি জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে এদিন ১৮০ টি স্যাম্পল পরীক্ষা করে ১৮টি পজিটিভ এসে।

তিনি আরও জানান নতুন আক্রান্তদের সকলেই সিলেট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইদিন সিলেট বিভাগের হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে আরও ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ প্রতিবেদন লিখা পর্যন্ত সুনামগঞ্জের কোন তথ্য সিলেটটুডে পায়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী নিয়ে সিলেট বিভাগের মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৯২ জন, সুনামগঞ্জে ৮৯ জন, হবিগঞ্জে ১৫৯ জন ও মৌলভীবাজারে ৮৯জন।

এখন পর্যন্ত মারা গেছেন- ১২ জন, সুস্থ ১৫৯ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৭৭জন।

আপনার মন্তব্য

আলোচিত