নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২০ ২৩:২৪

সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ৭শ’ ছাড়িয়েছে, নতুন শনাক্ত ১৮

সিলেটে দ্রুতই বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (২৬ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এরফলে পুরো বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৭শ' ছাড়িয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৮টি পজিটিভ শনাক্ত হয়।

শনাক্ত হওয়ারা জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তুপুর, সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার বলে জানান তিনি।

বিজ্ঞাপন


এদিকে, মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা হয়নি।

ফলে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৭১৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪৭ জন, সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ১৬৪ জন ও মৌলভীবাজারে ৯৭জন।

এদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন, সুস্থ হয়েছেন ১৮১ জন ও হাসপাতালে ভর্তি আছেন ৯৯ জন।

আপনার মন্তব্য

আলোচিত