আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে, ২০২০ ১১:৫৫

করোনা আক্রান্ত জাতিসংঘের ১৩৭ শান্তিকর্মী, মৃত ২

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতিসংঘের দুজন শান্তিকর্মী।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিষয়টি নিশ্চিত করেছেন।

আল জাজিরা জানান, মারা যাওয়া দুই শান্তিকর্মীই আফ্রিকার মালিতে কর্মরত অবস্থায় ছিলেন। জাতিসংঘে কর্মরত অবস্থায় করোনায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা। তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন গুতেরেস।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ১৩৭ জন শান্তিকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে বড় অংশই মালিতে। দেশটিতে আক্রান্ত হয়েছেন অন্তত ৯০ জন।

করোনা পরিস্থিতিতে দায়িত্ব পালন করে যাওয়া শান্তিকর্মীদের প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন, সেবা, ত্যাগ ও নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তারা।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে জাতিসংঘের ১৩টি মিশনে অন্তত ৯৫ হাজার নারী ও পুরুষ শান্তিকর্মী হিসেবে জাতিসংঘে সেবা দিয়ে যাচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত