নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২০ ২২:৪২

মৌলভীবাজারে একদিনে ৩০ জনের করোনা শনাক্ত, ১৮ জনই শ্রীমঙ্গলের

মৌলভীবাজারে একদিনে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার ঢাকায় ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৩০ জনের করোনা শনাক্ত হয়। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর মৌলভীবাজার জেলায় একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক শনাক্তের ঘটনা।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শনাক্ত হওয়াদের মধ্যে ১৮ জনই শ্রীমঙ্গল উপজেলার। বাকীদের মধ্যে কমলগঞ্জের ৬ জন, কুলাউড়ার ৩ জন, বড়লেখার ২ জন ও রাজনগরের একজন।

বিজ্ঞাপন



এই ৩০ জনসহ মৌলভীবাজারে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৮৮ জনের।

একইদিনে ওসমানীর ল্যাবে সিলেটের ২২ জন, শাবির ল্যাবে সুনামগঞ্জের ২১ জন ও ঢাকার র্যাবে হবিগঞ্জের ২০ জনের করোনা শনাক্ত হয়।

সব মিলিয়ে পুরো সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০৪০ জনের।

বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন, সুস্থ ২৫০জন। আর হাসপাতালে ভর্তি আছেন ১২২ জন।

আপনার মন্তব্য

আলোচিত