০২ জুন, ২০২০ ২১:২৮
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত ৫ হাজার ৩৩৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন।
তাদের মধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত ২ হাজার ৫৯ জন সুস্থ হয়েছেন বলে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, শুধুমাত্র ডিএমপিতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০৬ জন।
মোট আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১ হাজার ৩২২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৫ হাজার ৩১২ জনকে।
বিজ্ঞাপন
করোনাভাইরাস জয় করা পুলিশ সদস্যরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ পুলিশ সদস্য মারা গেছেন।
বাংলাদেশে মোট ৫২ হাজার ৪৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৭০৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
আপনার মন্তব্য