আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২০ ১১:৩১

বিশ্বে একদিনে ৫ লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত

বিশ্বে একদিনে ৫ লাখের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর  আগে গত ১৫ অক্টোবর বিশ্বে প্রথমবারের মতো একদিনে শনাক্ত ৪ লাখ অতিক্রম করেছিল। তার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বুধবার এ সংখ্যা ৫ লাখ ছাড়ায়।

এদিকে করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার ৮০ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। এছাড়া বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ১১ লাখ ৮০ হাজার ৩১৭ জনের। এদের মধ্যে প্রায় অর্ধেক মারা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ৪৪ হাজার ৬৩২ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৪৭ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৯৪ হাজার ৩৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৬৯ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৪০ হাজার ২০৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ৫২৭ জনের।

বিজ্ঞাপন

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১০ নম্বরে। মেক্সিকোতে বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯ লাখ ১২ হাজার ৮১১ জন এবং মৃত্যু হয়েছে ৯০ হাজার ৭৭৩ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান নবম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ৪৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৪৫ জনের।

এছাড়া আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রাশিয়া। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৪৪৬ জন। ৫ম অবস্থানে থাকা ফ্রান্সে করোনায় আক্রান্ত ১৩ লাখ ২৭ হাজার ৮৫২ জন।

আক্রান্ত বিবেচনায় ৬ষ্ঠ, ৭ম ও অষ্টম অবস্থানে উঠে এসেছে স্পেন, আর্জন্টিনা ও পেরু। দেশগুলোতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১১ লাখ ৬০ হাজার ৮৩ জন, ১১ লাখ ৪৩ হাজার ৮০০ জন এবং ১০ লাখ ৪৮ হাজার ৫৫ জন।

করোনায় মৃত্যুর দিক থেকে ৬ষ্ঠ, ৭ম ও অষ্টম অবস্থানে রয়েছে ইতালি, ফ্রান্স ও স্পেন। দেশগুলোতে মৃতের সংখ্যা যথাক্রমে ৩৮ হাজার ১২২ জন, ৩৬ হাজার ৫৮ জন এবং ৩৫ হাজার ৬৩৯ জন।

আপনার মন্তব্য

আলোচিত