আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২০ ১১:৪৬

একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব

করোনাভাইরাস

করোনার সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবার একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। এছাড়া এক সপ্তাহে চতুর্থবারের মতো ৬ লাখের বেশি মানুষের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে এদিন। এ নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা ১২ লাখ ৮৯ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত সোয়া ৫ কোটি মানুষ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ১২টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৯ হাজার ৭৫২ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৩৯২ জন। তবে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ৪৮৩ জন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। এখন দুই লাখ ৪৭ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ১ কোটি ৭ লাখের বেশি সংক্রমিত।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করেছে ইতালি। এপ্রিলের পর প্রথম, দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ৬ শতাধিক মানুষের। মোট মৃত্যু ৪৩ হাজার; আক্রান্ত সোয়া ১০ লাখের বেশি।

বিজ্ঞাপন

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫১১ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬৭৯ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এক লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ লাখ ৩৫ হাজার।

এদিকে, করোনা সংক্রমণ পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়লো যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় মৃত্যু ছাড়িয়ে গেছে ৫০ হাজার। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৫০ হাজার ৩৬৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯৫ জন।

বিজ্ঞাপন

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রতিটি মৃত্যুই এক একটি ট্রাজেডি। ভ্যাকসিনের আশা থাকা সত্ত্বেও আমরা সঙ্কটের বাইরে নেই।

জানা গেছে, ৬ মাসে প্রথমবার প্রায় ৬শ’ মৃত্যুর পর, বিশ্বের ৫ম দেশ হিসেবে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধলাখ। দিনে ৩শ’ থেকে সাড়ে ৫শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল, ভারত, ইরান, রাশিয়া, পোল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা, বেলজিয়াম ও ফ্রান্স।

আপনার মন্তব্য

আলোচিত