আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২০ ১৩:৩২

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ প্রায় দেড় কোটি

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে প্রথম ঢেউকে ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা এখন দেড় কোটির কাছাকাছি।

ওয়ার্ল্ডো মিটারের বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার পরিসংখ্যানে এমন চিত্র মিলেছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও প্রায় ২ লাখ ৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা সংক্রমণ প্রায় ১ কোটি ৪৯ লাখ সাড়ে ৮৩ হাজারে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রে করোনায় আরও ২ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ছোঁয়ার পথে।

বিজ্ঞাপন

এদিকে ভারতে সংক্রমণে নিম্নমুখী ধারা ধরে রেখেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৬ হাজারের মতো সংক্রমিত হয়েছে। আরও ৪৮০ জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রায় ৬ লাখ ২৩ হাজার শনাক্ত নিয়ে করোনার বৈশ্বিক সংক্রমণ ৬ কোটি ৬৮ লাখ সাড়ে ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে ১০ হাজারের বেশি মৃত্যুতে মোট সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত