Advertise

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২০ ১৪:৩৪

সিলেটে পরীক্ষা করা আরও ২৪ জনের নমুনায় করোনা নেই

সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার দ্বিতীয় দিনে আরও ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার ফলাফলে করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার ৯৪ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। তাদের নমুনায়ও করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।

ডা. আনিসুর রহমান বলেন, আপাতত তারা করোনামুক্ত হলেও তাদেরকে আরও বেশি করে সতর্ক থাকতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত