নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২০ ১৪:৩৯

নতুন আক্রান্ত আরও ১১২, মৃতের সংখ্যা বেড়ে ২১

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে দেশে ১১২ জন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনলাইনে হয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে তিনি আরও বলেন, বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন। প্রধানমন্ত্রী এসব নির্দেশনা মেনে চলতে বলেছেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ঘরে থাকুন, ভালো থাকুন টেস্ট করুন, নিজের সন্দেহ দূর করুন। প্রধানমন্ত্রীর এই মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেয় আইইডিসিআর। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত