নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২০ ১৪:৩৮

নতুন ৯৪ জন করোনা রোগী শনাক্ত, ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন ৯৪ জনের দেহে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। এই সময়ে ৬ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।

আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৯ জন এবং নারী ২৫ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১২৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়, এবং পরীক্ষা করা হয় ১১৮৪ জনের।

এনিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ৪২৪ জন। এরমধ্যে মারা গেছেন ২৭ জন, এবং সুস্থ হয়েছেন ৩৩ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেয় আইইডিসিআর। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত