সিলেটটুডে ডেস্ক

১১ এপ্রিল, ২০২০ ২১:৫২

চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) আজ নতুন যে তিনজন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন তাদের একজন মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এটিই প্রথম মৃত্যু।

শনিবার (১১ এপ্রিল) রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘করোনা আক্রান্ত এই ব্যক্তি দুই থেকে তিনদিন আগে মারা গেছেন। এরপর করোনা সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হয়। আজ বাংলাদেশ ইনস্টিটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) নতুন পরীক্ষায় তার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘বৃদ্ধের বাড়িটি বাড়ি লকডাউন করা হবে। পরে মরদেহ যারা গোসল করিয়েছেন ও কবর দিয়েছেন তাদের শনাক্ত করে কোয়ারেন্টিন বাস্তবায়ন করা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত