সিলেটটুডে ডেস্ক

১২ এপ্রিল, ২০২০ ২০:০৩

করোনায় প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র

পৃথিবীর অধিকাংশ দেশে বিস্তার লাভ করা এই করোনাভাইরাসে প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, আজ রোববার নাগাদ দেশটিতে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৬০৮ জনে উন্নীত হয়েছে। আর আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৩০ হাজার ৬ জন।

এছাড়াও, যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যেখানে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। একদিনে ২ হাজার মানুষের মৃত্যু ঘটেছে রোববার নাগাদ। ২৪ ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানির এটাই নতুন রেকর্ড।

পুরো বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১৮ লাখ ছুতে চলেছে। এই অবস্থায় আটলান্টিক মহাসাগরের অপর পাড় যুক্তরাজ্যে মারা গেছেন মোট ৯ হাজার ৮৯২ জন। স্পেনে মৃতের সংখ্যা এখন ১৬ হাজার ৯৭২ জন। গত ২৪ ঘন্টায় সেখানে পাঁচ শতাধিক প্রাণহানি ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত