সিলেটটুডে ডেস্ক

১৭ এপ্রিল, ২০২০ ২০:৪৭

১৮৩৮ করোনা রোগী, ৫০০ জনের চিকিৎসা হচ্ছে হাসপাতালে

পুরনো ছবি

বাংলাদেশে করোনা শনাক্ত রোগীদের প্রতি ১০০ জনের মধ্যে ৬৮ জনই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে। বাকি ৩২ জন হাসপাতালে ভর্তি আছে। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে এমন রোগীর সংখ্যা ১ হাজার ৮৩৮ জন। এর মধ্যে ৫০০-এর কিছু বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বাকি ১ হাজার ৩০০–এর বেশি রোগী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইন বুলেটিনে এ কথা জানান।

পরে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বুলেটিনে বলেন, যারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তাদের সবার হাসপাতালে থাকার দরকার ছিল না। অনেকেই সামাজিক চাপে বাসা থেকে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছে।

করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন সুস্থ হয়েছে। আর মৃত্যু হয়েছে ৭৫ জনের।

মন্ত্রী মালেক বলেন, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ২৭ জনকে আইসিইউ সুবিধা দিতে হয়েছে।

বুলেটিনে মীরজাদী সেব্রিনা বলেন, মোট আক্রান্তের ৫৫ শতাংশের বয়স ২১ বছর থেকে ৫০ বছর। এর মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়স ২১ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ১৯ শতাংশ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের ১৫ শতাংশ।

বুলেটিনে জানানো হয়, আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ আর ৩২ শতাংশ নারী। মোট আক্রান্তে ৪৬ শতাংশই ঢাকার। ২০ শতাংশ নারায়ণগঞ্জের। ঢাকায় আক্রান্তদের ১১ শতাংশই মিরপুরের বাসিন্দা।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ বলেন, সবাই ঘরে থাকলে এই এপ্রিলেই করোনাভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে।

আপনার মন্তব্য

আলোচিত