সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০২০ ১৭:২৫

সিলেটের হাসপাতালের জন্যে ৭৫০টি পিপিই গ্রহণ পররাষ্ট্রমন্ত্রীর

সিলেটের হাসপাতালগুলোর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সাড়ে সাতশ পিপিই দিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন ও ওয়ালটন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি মুবিন খান ও ওয়ালটনের প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের নিকট এগুলো হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ, শহীদ শামসুদ্দীন হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন ও বক্ষব্যাধী হাসপাতালে এ পিপিই প্রদান করা হবে।

এসব পিপিই'র মধ্যে কেএন-৯৫ মাস্ক, ক্যাটেগরি-৩ থাইরয়েড স্যুট, সার্জিকাল গ্লোভস, চশমা, সু কাভার ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকে কিছু পৃথক হেডশিল ও হেড গিয়ার প্রদান করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সরকারি ও বেসরকারি সংস্থা মিলিতভাবে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন ও ওয়ালটনের মেডিকেল সামগ্রী প্রদানের মত কার্যক্রমের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি পাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত