নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২০ ২৩:৫২

করোনায় আক্রান্ত সাংসদ মাশরাফির নানা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নানা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহম্মেদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি।

করোনাভাইরাস মোকাবিলায় মাঠে থেকে কাজ করে যাচ্ছেন মাশরাফি। সরকারি ও নিজ অর্থায়নে দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এবার মাশরাফির কাছের মানুষই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন।

ডা. মাসুদ আহম্মেদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে মাশরাফি বলেন, 'আমার নানা মাসুদ আহম্মেদ করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোটামুটি ভালো অবস্থায় আছেন। তবে গায়ে জ্বর আছে ওনার।'

প্রসঙ্গত, মাসুদ আহম্মেদের পরিবার ঢাকায় থাকে। করোনাভাইরাসে সৃষ্ট অবস্থার কারণে পরিবারের সবাই তাকে ঢাকায় ফেরার অনুরোধ করলেও তিনি সেটা করেননি। সংকটময় এই অবস্থায় হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিলেন মাসুদ আহম্মেদ।

আপনার মন্তব্য

আলোচিত