আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২০ ০০:২৯

২০ এপ্রিল থেকে লকডাউন শিথিল করছে ভারত

করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনের মেয়াদ বাড়ানোর সাথে সাথে করোনায় কম ঝুঁকিপূর্ণ এলাকায় কয়েকটি খাতের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করছে ভারত।

আগামী ২০ এপ্রিল (সোমবার) থেকে কৃষিকাজ, ব্যাংকিং এবং সরকারি কর্মসূচির ওপর থেকে লকডাউন শিথিল কার্যকর হবে। তবে কম আক্রান্ত এলাকায় লকডাউন শিথিল করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পণ্য সরবরাহ ও অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনতে আগামী ২০ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

দেশটির মন্ত্রী রবি শংকর এক টুইট বার্তায় এ তথ্য জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে একাধিক মন্ত্রীর জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক থেকে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ এপ্রিল প্রকাশিত নির্দেশনা মেনেই লকডাউন শিথিল কার্যকর করা হবে। এ বিষয় রাজ্য সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গ্রহণ করা হবে।

এর আগে গত মঙ্গলবার লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪ হাজার, মৃত্যু হয়েছে ৪৮০ জনের।

আপনার মন্তব্য

আলোচিত