নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২০ ১৭:০৯

ঢাকায় শনাক্ত হওয়া সেই ৭৯ জনের ৩৯ জনই সিলেট জেলার

নভেল করোনাভাইরাস

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৪৫ জনের। এরমধ্যে ১৬৬ জনের পরিচয় জানা গেলেও বাকী ৭৯ জনের পরিচয় সোমবার পর্যন্ত জানা যায়নি। অবশেষে মঙ্গলবার (৫ মে) ঢাকার ল্যাবে পরীক্ষায় শনাক্ত হওয়া এই ৭৯ জনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে ৩৯জনই সিলেট জেলার।

এছাড়া সুনামগঞ্জ জেলার ২২ জন, হবিগঞ্জ জেলার ১২ জন ও মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন। এই ৩৯ জনসহ সিলেট জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন



ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, কলেজের পিসিআর ল্যাবে অনেকগুলো নমুনা জমা পড়ে থাকায় গত ২৮ এপ্রিল ৬৬৭টি নমুনা ঢাকায় পাঠানো হয়। গত ১ মে ঢাকার ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করে ৭৯ জনের পজেটিভ ধরা পড়ে।

৭৯জনের পজেটিভ আসার তথ্য ওইদিনই জানানো হলেও শনাক্ত হওয়াদের ব্যাপারে বিস্তারিত তথ্য সোমবার রাতে স্বাস্থ্য অধিপ্তর থেকে সিলেট বিভাগের সব সিভিল সার্জনদের কাছে ই-মেইলে পাঠানো হয়। মঙ্গলবার সিভিল সার্জরা আক্রান্তদের ব্যাপারে বিস্তারিত জানতে পারেন।

আপনার মন্তব্য

আলোচিত