কানাইঘাট প্রতিনিধি

০৮ মে, ২০২০ ২৩:৫৩

কানাইঘাটে প্রথম করোনা রোগী শনাক্ত, আক্রান্ত হবিগঞ্জ ফেরত

সিলেটের কানাইঘাটে প্রথম কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শুক্রবার (৮ মে) রাত পৌনে সাড়ে ১০টার দিকে উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন তথ্য নিশ্চিত জানিয়েছেন।

আক্রান্ত ব্যক্তি কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ৮ নং ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা। তিনি সিলেট বিভাগের করোনা ভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত হবিগঞ্জ ফেরত ও সিলেটে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

এর আগে শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৩ জনের মধ্যে তিনি একজন ও বাকিরা সিলেট সদরের ও জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, সিলেট বিভাগে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮২ জন, সুনামগঞ্জে ৫৭ জন, হবিগঞ্জে ৯০ জন ও মৌলভীবাজারে ৩৫ জন।

আপনার মন্তব্য

আলোচিত