নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২০ ১৬:৫০

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৩৬, মৃত ৮, সুস্থ ৩১৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আটজন। যারা মারা গেছেন সবাই পুরুষ। গতকাল মারা গিয়েছিলেন সাতজন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২১৪ জন।

শনিবার (৯ মে) দেশের করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গতকালের তুলনায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৩৬ জন।

বিজ্ঞাপন

আর গতকাল সংক্রমিত মানুষের সংখ্যা ছিল ৭০৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৩ হাজার ৭৭০ জন শনাক্ত হলেন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩১৩ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল শুক্রবার ৫ হাজার ৯৪১ জনের করোনা পরীক্ষা করার কথা জানানো হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯১৯ জনের নমুনা। দেশে এখন ৩৫টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত