সিলেটটুডে ডেস্ক

১০ মে, ২০২০ ১২:৫৭

কৃষি অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ে করোনা আক্রান্ত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল মূঈদ ও তার মেয়ে নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

শনিবার (৯ মে) রাতে কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রিন্স জানান, শনিবার আব্দুল মূঈদ ও তার কন্যার করোনা টেস্টে ফলাফল পজিটিভ আসে। তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে কৃষি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শনিবারই তাদের ফলাফল পজিটিভ এসেছে। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়াও এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউটের (এটিআই) মুখ্য প্রশিক্ষক নূরুল আমিন পাটোয়ারি জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তার করোনা টেস্টের রেজাল্ট পাওয়া যায়নি।

কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল মূঈদসহ সকলের জন্যে সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে দোয়া চাওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত