সিলেটটুডে ডেস্ক

১৫ মে, ২০২০ ২৩:২৯

করোনায় প্রাণ গেল রূপালী ব্যাংকের ডিজিএমের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থপক (ডিজিএম) সহিদুল ইসলাম খান মারা গেছেন।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গত ৩০ এপ্রিল থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. এহতেশামুজ্জামান জানান, সহিদুল ইসলাম ব্যাং‌কের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগে কর্মরত ছি‌লেন। ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে তি‌নি গত ৩০ এপ্রিল কুয়েত মৈত্রী হাসপাতালে ভ‌র্তি হন। আজ সন্ধ্যা সা‌ড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলেন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি খাতের দি সিটি ব্যাংকের দুই কর্মকর্তা মারা যান। করোনা ভাইরাসের মধ্যে খোলা রয়েছে ব্যাংকের কার্যক্রম। এজন্য কর্মকর্তাদের ঝুঁকি ভাতা ও মৃত্যু বীমা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

আপনার মন্তব্য

আলোচিত