নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:৫৯

সিলেটের উপজেলাগুলোতে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্সসহ নির্বাচনী সরঞ্জাম প্রতি উপজেলায় পৌছানো হয়েছে।

প্রতি উপজেলায় ভোটার অনুসারে ব্যালট পেপার পৌছানো হয়েছে বলে জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের সহকারি রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. খুরশেদ আলম।

আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে ব্যালট পেপার ভর্তি বস্তাগুলো প্রতি উপজেলায় নিয়ে যাওয়া হয় বলেন তিনি।

এরআগে ৪২ ধরণের নির্বাচনী সরঞ্জাম উপজেলাওয়ারী পৌছানো হয়েছে। এরমধ্যে ব্যালট বক্স, বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম, সিল,  ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালির কলম, রাবারের অফিসিয়াল সীল, রাবারের মার্কিং সীল, গালা,  সীল গালা করার জন্য পিতলের  সীল (ব্রাসসীল), স্ট্যাম্প প্যাড,  চটের ছোট থলি বা হোসিয়ান ব্যাগ, বল পয়েন্ট কলম, সাদা কাগজ, কার্বন কাগজ, ছুরি, সুঁই সুতা, মোমবাতি, দিয়াশলাই, আলপিন, গামপট, সুপার গম, লোহা/প্লাস্টিক/ বাঁশের পাত এবং প্রিন্ট করা দেয়ালপত্র যাতে প্রবেশ, বাহির, ভোটকক্ষ নং, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ইত্যাদি লেখা থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত