সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৮ ২০:৫৫

কেন্দ্রে ভোটারদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ নিয়ন্ত্রণ আরোপের কথা জানান।

নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রের ভেতরে কেবল প্রিজাইডিং কর্মকর্তা এবং কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ইনচার্জ মোবাইল ব্যবহার করতে পারবেন। ভোটাররা কেউ মোবাইল ফোন সঙ্গে নিয়ে কেন্দ্রে গেলেও তা বন্ধ রেখে যেতে হবে।

ইসি সচিব বলেন, ভোটাররা কোনোভাবেই বুথ বা কেন্দ্রের ভেতরে ফোন ব্যবহার করতে পারবেন না।

আপনার মন্তব্য

আলোচিত