শাহ শরীফ উদ্দিন

২৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৩

মাঠের প্রচারণা শেষে অনলাইনে সরব প্রার্থীরা

রাত পোহালে শুরু হবে ভোট গ্রহণ। সারা দেশের ন্যায় সিলেটের মানুষও অপেক্ষা করছেন ভোট উৎসবের। মাঠের প্রচারণা শেষ হয়েছে শুক্রবার সকাল ৮ টায়। তবে এখনও অনলাইনে সরব প্রার্থী ও তাদের সমর্থকরা। অনলইনের পাশাপাশি মোবাইল ফোনেও ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন তাঁরা।

সিলেট জেলার ৬টি আসনের বেশিরভাগ প্রার্থীই অনলাইনে সরব প্রচারণা চালাচ্ছেন। প্রতীক বরাদ্ধের পরই ফেসবুকে নিজেদের নামে পেইজ খুলে প্রচারণায় নামেন তারা। যা মাঠের প্রচারণা শেষেও অব্যাহত রয়েছে। ফেসবুকের পাশাপাশি  টুইটার, ইন্সটাগ্রামেও অনেকে প্রচারণা চালাচ্ছেন।

মোবাইল ফোনেও ভোটারদের কাছে ম্যাসেজ পাঠিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন মোবাইল ফোনে ম্যাসেজে লিখেছেন- 'উন্নত ও আলোকিত সিলেট গড়তে আপনার দোয়া ও নৌকায় ভোট চাই।'

এই আসনের বিএনপির প্রার্থী ড. আব্দুল মুক্তাদির লিখেছেন- 'ভোটকেন্দ্রে উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি, ধানের শীষ, খন্দকার মুক্তাদির'।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে মোট আসন সংখ্যা ৬টি। ৬ আসনে মোট প্রার্থী হচ্ছেন ৪৩ জন। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ৫২ হাজার ৭৬৪ জন।

সকল আসনেই এখন প্রার্থীরা চালাচ্ছেন অনলাইনে প্রচারণা। বিশেষ করে বড় দুই দলের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরাই রয়েছেন এ প্রচারণায় এগিয়ে। তরুণ প্রজন্মের বেশির ভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকায় এসব ভোটারদের আকর্ষনের চেষ্টা করছেন প্রার্থীরা। শেষ মুহুর্তে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদেরে পক্ষ থেকে বিভিন্ন বার্তা দিয়ে চাওয়া হচ্ছে ভোট। কোন কোন প্রার্থী ফেসবুক লাইভেও আসছেন নিয়োমিত।

সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ড. একে আব্দুল মোমেন এবং জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তাদের দুজনের নামেই  রয়েছে নিজস্ব ফেসবুক পেজ। তাদের নামে তৈরি এ পেজে চলছে শেষ মুহুর্তের প্রচারণা। দুজনই ফেসবুক লাইভে এসে ভোট চাইছেন।  

এদিকে প্রার্থীদের সমর্থকদের পক্ষ থেকেও চলছে প্রচারণা। নিজ নিজ ফেসবুক একাউন্টে নিজের পছন্দের প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করে চাইছেন ভোট। লিখছেন প্রার্থীর পক্ষে বিভিন্ন বার্তা।

আনহার আহমদ নামের একজন তাঁর ফেসবুক ওয়ালে সিলেট-১ আসনে আব্দুল মোমেনকে জয়ী করার আহ্বাব জানিয়ে লিখেন, 'আপনার একটি ভোট করবে আপনার আগামী ৫ বছরের নেতৃত্ব। আপনার ভোটই পারে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে। বর্তমান সময়ে দেশের বিদ্যুৎ, শিক্ষা,

চিকিৎসাসহ সকল ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে এর ধারা অব্যাহত রাখার দায়িত্ব আমার আপনার সকলের। তাই ৩০ তারিখ নৌকা প্রতীকে ভোট দিয়ে মোমেন ভাইকে নির্বাচিত করে সংসদে পাঠান, পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করে দেশের অগ্রযাত্রা ধরে রাখুন।'

এদিকে খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে রাহেল আহমদ নামের একজন ফেসবুক আইডি থেকে লিখেন, 'নীরব ভট বিপ্লবই হোক স্বৈরাচার সরকার পতনের হাতিয়ার। ৩০ তারিখ আপনাদের স্বতস্ফূর্ত ভোট প্রদানই পারে দেশকে বর্তমান পরিস্থিতি থেকে উদ্ধার করতে। সিলেট-১ আসনে তৃনমূল মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আপনার ভোটই পারে নিপিড়ন আক্রান্ত এ দেশকে রক্ষা করতে।'

এদিকে প্রচারণায় পিছিয়ে নেই সিলেটের অন্য আসনগুলোর প্রার্থীরাও। সকল প্রার্থীর কর্মী সমর্থকরা যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন নিজ নিজ প্রার্থীর পক্ষে সরব প্রচারণা।

আপনার মন্তব্য

আলোচিত