সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৮ ২১:১৪

১০৫ এ এসএমএস করে জানা যাবে কেন্দ্র ও ভোটার নম্বর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট দেবেন তাদের মধ্যে অনেকেই এখনো জানেন না তার ভোট কেন্দ্রের নাম ও ভোটার নম্বর, তারা খুব সহজেই এসএমএস এর মাধ্যমে জেনে নিতে পারেন ভোটের তথ্যগুলো।

ভোটাররা যাতে সহজে তাদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা জানতে পারেন সেজন্য এসএমএস এবং অনলাইন সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এসএমএস করার নিয়ম:

মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর টাইপ করে ১০৫ নম্বরে পাঠাতে হবে। পরে ফিরতি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়ে ভোটারের কেন্দ্র, ভোটার নম্বর ও সিরিয়াল নাম্বার।

তবে খেয়াল রাখতে হবে এনআইডি নম্বর ১৭ অঙ্কের হলে "PC স্পেস এনআইডি নম্বর" লিখে এবং ১৩ অঙ্কের হলে PC লিখে স্পেস দিয়ে ৪ অংকের জন্ম সালসহ এনআইডি নম্বর টাইপ করে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

জেনে নেওয়া ভাল, ভোট দিতে জাতীয় পরিচয়পত্রের (NID কার্ড) প্রয়োজন নেই। যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু NID কার্ড পাননি তারাও ভোট দিতে পারবেন।

যারা এখনও জাতীয় পরিচয়পত্র পাননি তাদের জন্য এসএমএস করার নিয়ম:

যারা নতুন ভোটার হয়েছেন তারা PC লিখে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে জন্মতারিখ (dd-mm-yyyy) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।      

আপনার মন্তব্য

আলোচিত