সিলেটটুডে ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০১৮ ০৯:১২

নোয়াখালীতে কেন্দ্র লুট, আহত ৬

নোয়াখালী-৩ আসনের একটি কেন্দ্রের নির্বাচন সরঞ্জাম লুট হওয়ায় ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া আরও একটি কেন্দ্রে হামলায় ছয়জন আহত হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে পূর্ববাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

তিনি বলেন, একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে সব নির্বাচন সরঞ্জাম নিয়ে গেছে। ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

 

এছাড়া নোয়াখালী-২ আসনের একটি কেন্দ্রে হামলা চালিয়ে নির্বাচন সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এ সময় হামলায় আহত হয়েছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ছয়জন।

 

নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ বলেন, শনিবার রাত ১১টার দিকে সোমাইমুড়ি উপজেলার এবতেদায়ি নুরানি মাদ্রাসা কেন্দ্রে এই হামলা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। এখন সব পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

তিনি আরও বলেন, হামলায় নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসানসহ ছয়জন আহত হয়েছেন।

 

আহতদের প্রথমে নোয়াখালী জেনারেল হাসাপাতালে পাঠানো হয়। পরে মাহমুদুলকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয় বলে জানান পুলিশ সুপার।

 

আপনার মন্তব্য

আলোচিত